Nabanna Meeting: ১০ দফা দাবিতে অনড় থেকেই নবান্নের বৈঠকে জুনিয়র ডাক্তাররা | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: নবান্নে জুনিয়র ডাক্তারদের ১৭জন প্রতিনিধি  । অনশনের ১৭দিন, মুখ্যমন্ত্রীর সঙ্গে ফের জুনিয়র ডাক্তারদের বৈঠক । বিকেল ৫: অনশনে অনড় থেকেই মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠক । নবান্নের বৈঠকে থাকবেন কলকাতা মেডিক্যাল ও আর জি কর মেডিক্যালের অধ্যক্ষ । এসএসকেএম হাসপাতালের সুপারও থাকবেন নবান্নের বৈঠকে । ধর্মতলায় অনশনের ১৭ দিনে ফের বৈঠকে দু'পক্ষ, কাটবে জট?  স্বাস্থ্য সচিবকে সরানোর দাবিতে অনড় জুনিয়র ডাক্তাররা, অনড় সরকারও । স্বাস্থ্য সচিবের বিরুদ্ধে অভিযোগের নথি নিয়ে নবান্ন যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা  । ১০ দফা দাবিতে অনড় থেকেই নবান্নের বৈঠকে জুনিয়র ডাক্তাররা 
১০জনের অনুমতি সরকারের, জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিদলে ১৭জন । 'বলা হয়েছিল তথ্য প্রমাণ থাকলে নিয়ে যেতে, তাই তথ্য নিয়েই যাচ্ছি' । 'আশাকরি মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে সদর্থক কিছু হবে' 
'কাউকে সরাতে হলে নির্দিষ্ট অভিযোগ তালিকা দেওয়ার কথা বলা হয়েছিল' । নবান্নে বৈঠকের জন্য রওনা হওয়ার আগে জানালেন জুনিয়র ডাক্তাররা 
'আরেকটা অভয়া যেন না হয়, ন্যায় বিচারের দাবি নিয়ে নবান্ন যাচ্ছি'

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram