Abhishek Banerjee: ইডি যা চিঠি দিয়েছে, তার জবাব পেয়ে যাবে, আমি তো এখানেই আছি : অভিষেক
ABP Ananda LIVE: দিল্লিতে অভিষেক, নিয়োগ দুর্নীতিতে কাল কলকাতায় ইডির সমন। 'ইডি যা চিঠি দিয়েছে, তার জবাব পেয়ে যাবে, আমি তো এখানেই আছি'। কাল সিজিও কমপ্লেক্সে হাজিরা নিয়ে জানিয়ে দিলেন অভিষেক