Opposition Meet: মুম্বইয়ে তৃতীয় বৈঠক থেকে সামনে আসতে চলেছে বিরোধী জোট ইন্ডিয়ার লোগো | ABP Ananda LIVE

Continues below advertisement

পাটনার বৈঠক থেকে পথ চলা শুরু। বেঙ্গালুরুর বৈঠকে হয়েছিল নামকরণ। এবার মুম্বইয়ে তৃতীয় বৈঠক থেকে সামনে আসতে চলেছে বিরোধী জোট ইন্ডিয়ার লোগো। বৃহস্পতিবার INDIA জোটের প্রাথমিক পর্যালোচনা বৈঠক রয়েছে। এরপর INDIA-র নেতাদের জন্য় নৈশভোজের আয়োজন করেছেন উদ্ধব ঠাকরে। শুক্রবার চূড়ান্ত বৈঠকে বসবে বিরোধী জোট। সূত্রের দাবি, মুম্বইয়ের এই বৈঠক থেকে বিরোধী জোট INDIA-র লোগো প্রকাশ্য়ে আনা হবে। পাশাপাশি এই বৈঠকে INDIA-র একটি সমন্বয় কমিটিও তৈরি করা হবে। INDIA জোটের তরফে কাউকে মুখ হিসেবে তুলে ধরা না হলেও, বিভিন্ন দল এনিয়ে মুখ খুলতে শুরু করেছে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram