Rajasthan: বিধায়ক নির্বাচিত না হয়েই মন্ত্রিপদে শপথ, ভোটে জিততেই পারলেন না মন্ত্রী ! | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: বিধায়ক নির্বাচিত না হয়েই মন্ত্রিপদে শপথ, ভোটে জিততেই পারলেন না মন্ত্রী! রাজস্থানে সরকার গড়ার ১ মাসের মধ্যে বড় ধাক্কা বিজেপির । করণপুর বিধানসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থীর কাছে হার । বিজেপি প্রার্থী সুরিন্দরপাল সিংহের । কৃষি বিপণন-সহ একাধিক দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসাবে পদে শপথ নিয়েছিলেন বিজেপি প্রার্থী । কমিশনে অভিযোগ জানায় কংগ্রেস । কংগ্রেস প্রার্থী রুপিন্দর সিং কুনারের কাছে ১১ হাজার ২৮৩ ভোটে হার সুরিন্দরপাল সিংহের

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram