Bangladesh News: রাজ্যে ২ বিধানসভার ভোটার লিস্টে আনসারুল্লা বাংলার জঙ্গির নাম ! | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: ভারতীয় পরিচয় পত্র বানিয়ে নাশকতার ঘুঁটি সাজাচ্ছিল আনসারুল্লা বাংলার জঙ্গি! 'আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট বানিয়ে মুর্শিদাবাদে ঘাঁটি গাড়ে জঙ্গি মহম্মদ শাদ রাডি' । 'সাব সেখের নামে আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট বানিয়েছিল মহম্মদ শাদ রাডি' । 'আধার কার্ডে সাব সেখের ঠিকানা ছিল হরিহরপাড়ার' । 'ভোটার লিস্ট অনুযায়ী সাব সেখ নওদার বাসিন্দা'। 'ভুয়ো আধার কার্ডের ভিত্তিতে পাসপোর্টও বানিয়ে নেয় শাব সেখ ওরফে মহম্মদ শাদ রাডি' । 'ভারতীয় পরিচয়পত্র তৈরি করে ভারতের মাটিতেই স্লিপার সেল খোলার তোড়জোড়!' । 'অস্ত্র কেনারও পরিকল্পনা ছিল আনসারুল্লা বাংলার জঙ্গির'
'অসম ও ফালাকাটায় একাধিক বৈঠকও করে শাদ রাডি' । জঙ্গি শাদ রাডিকে ভারতে পাঠিয়েছিল আনসারুল্লা বাংলার প্রধান জসিমউদ্দিন-ঘনিষ্ঠ ফারহান ইশরাক: সূত্র
আরও খবর...
দিনভর চেষ্টা করেও বিফল বন দফতর। দিন পেরিয়ে রাত এখনও অধরা বাঘিনী । বন দফতরের শেষ পাওয়া খবর অনুযায়ী পুরুলিয়া বান্দোয়ান থানার রাইকা পাহাড়ের কেশরা জঙ্গলে রয়েছে ওই বাঘিনী ।
এপার বাংলায় ঘাঁটি গাড়ছে বাংলাদেশের জঙ্গিরা। জঙ্গি অনুপ্রবেশ নিয়ে ফের কেন্দ্রীয় সরকারকেই দায়ী করলেন মন্ত্রী ফিরহাদ হাকিম।
সঠিক দায়িত্ব পালন করুক স্বরাষ্ট্র মন্ত্রক। সীমান্ত রক্ষার দায়িত্ব BSF-এর। রাজনীতি করার জন্য সীমান্ত খুলে দিয়ে বাংলাকে দোষারোপ নয়। শুধু জঙ্গি কেন, কোনও অনুপ্রবেশ যেন না হয়, কেন্দ্রকে নিশানা করে মন্তব্য করেন ফিরহাদ হাকিম।