Adino Virus: এডিনো ভাইরাস নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে নাইসেড-এর রিপোর্ট | ABP Ananda Live
Continues below advertisement
Adino Virus: এডিনো ভাইরাস(Adino Virus) নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে নাইসেড(NICED)-এর রিপোর্ট। রিপোর্টে উল্লেখ, গত দেড়মাসে রাজ্য স্বাস্থ্য দফতরের (State Health Depertment)পাঠানো ৫০০-রও বেশি নমুনার মধ্যে এডিনো ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩২ শতাংশ। এছাড়া, ১২ শতাংশের রাইনো ভাইরাস ও ১৩ শতাংশের শরীরে প্যারা ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের (Influenza)(হদিশ মিলেছে। পাশাপাশি, কলকাতায় (Kolkata)শিশুদের মধ্যে প্রবল জ্বরে আক্রান্ত হওয়ার ঘটনা বাড়ছে। কলকাতার সমস্ত শিশু হাসপাতালে (Child Hospital) বাড়ছে আক্রান্তের সংখ্যা। আইসিইউ-তে ভর্তি অধিকাংশের বয়স ১-২ বছর। চিকিৎসকরা বলছেন, মূলত এডিনো ভাইরাসের দাপটেই এই পরিস্থিতি তৈরি হয়েছে।
Continues below advertisement