The Park Institution : উত্তর কলকাতার শতাব্দী প্রাচীন বিদ্যালয় দি পার্ক ইনস্টিটিউশন-র অ্যালুমিনি এসোসিয়েশনের বিজয়া সম্মেলনী
ABP Ananda LIVE : উত্তর কলকাতার শতাব্দী প্রাচীন বিদ্যালয় দি পার্ক ইনস্টিটিউশন-র অ্যালুমিনি এসোসিয়েশন বা প্রাক্তনীদের উদ্য়োগে রবিবার অনুষ্ঠিত হল, বিজয়া সম্মেলনী। অনুষ্ঠানের প্রথমেই আর্ছিকভাবে পিছিয়ে পড়া ছাত্রদের হাতে দি পার্ক ইনস্টিটিউশন-র অ্যালুমিনি এসোসিয়েশন-র পক্ষ থেকে আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়।এরপরে বিদ্যালয়ের সদ্য প্রাক্তন প্রধান শিক্ষক সুপ্রিয় পাঁজাকে সম্বর্ধনা দেওয়া হয়।
দ্বিতীয় পর্বে ছিল সঙ্গীতানুষ্ঠান। প্রথমে নবীন শিল্পী স্বপ্নীল দত্ত এবং তার পরে গায়িকা দেবলীনা সিংহ রায়ের আউটলাইন্ডার ব্যান্ড দর্শকদের মাতিয়ে দেয়।
২০২৬ সালের ২৬শে জানুয়ারি ১০০ বছর পূর্ণ হবে দি পার্ক ইনস্টিটিউশন-র। এই ঐতিহাসিক মুহূর্তের সন্ধিক্ষণে দাঁড়িয়ে বিদ্যালয় সারা বছর ধরে নানা অনুষ্ঠানের মধ্য়ে দিয়ে শত বর্ষের দিকে এগিয়ে চলার দিনগুলোকে স্মরণীয় করে রাখছে।
আরও খবর...
SIR নিয়ে এবার পাল্টা চাপের কৌশল বিজেপি, দিল্লিতে দরবার
SIR নিয়ে এবার পাল্টা চাপের কৌশল বিজেপি, দিল্লিতে দরবার। দিল্লির নির্বাচন সদনে শমীক ভট্টাচার্য, অমিত মালব্য, বিপ্লব দেব। মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করতে গেলেন বিজেপি নেতৃত্ব।কোচবিহারে আক্রান্ত BLA, অভিযোগ জানাবে বিজেপি: সূত্র । কলকাতায় মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর।