Parliament Session: শতাব্দী প্রাচীন সংসদভবনের পথ চলা শেষ, আজ থেকে নতুন সংসদ ভবনে শুরু অধিবেশন | ABP Ananda LIVE

Continues below advertisement

আজ থেকে নতুন সংসদ ভবনে শুরু হবে রাজ্য়সভা ও লোকসভার অধিবেশন । নতুন ভবনের নাম হল পার্লামেন্ট হাউস অব ইন্ডিয়া । নব নির্মিত ভবনে স্থানান্তরিত সংসদ । তার আগেই হল সাংসদদের ফোটোসেশন 
ফোটোসেশনে অংশ নিলেন লোকসভা, রাজ্যসভার চেয়ারম্যান, প্রধানমন্ত্রী । আজই সংসদে পেশ হচ্ছে মহিলা সংরক্ষণ বিল, খবর সূত্রের । বিল পেশ করবেন স্মৃতি ইরানি, খবর সূত্রের । সংবিধানের একটি অনুলিপি নিয়ে পুরনো সংসদ ভবন থেকে নতুন সংসদ ভবনে যাবেন প্রধানমন্ত্রী । তাঁকে অনুসরণ করবেন এনডিএ সাংসদরা । দুপুর ১টা ১৫ থেকে শুরু হবে লোকসভার অধিবেশন । দুপুর ২টো ১৫ থেকে শুরু হবে রাজ্য়সভার অধিবেশন
১৮০টি লোকসভার আসন বাড়ানো নিয়েও চিন্তাভাবনা চলছে বলে সূত্রের খবর

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram