Gautam Adani: আদানিদের শেয়ার পতনে সিঁদুরে মেঘ দেখছে রাজ্য়ের মানুষ | ABP Ananda Live

Continues below advertisement

Gautam Adani: আদানিদের (Gautam Adani) শেয়ার পতনে সিঁদুরে মেঘ দেখছে রাজ্য়ের মানুষও।কারণ, পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) তাজপুরে (Tajpur) প্রস্তাবিত গভীর সমুদ্র বন্দর (Sea Port) তৈরির দায়িত্ব গৌতম আদানির (Gautam Adani)সংস্থার হাতেই তুলে দিয়েছে রাজ্য় সরকার। সেখানে কতটা কাজ এগিয়েছে? জানতে তাজপুর ঘুরে দেখল এবিপি আনন্দ (ABP Ananda)। দেউচা পাঁচামিতে (Panchmi) খনিজ উত্তোলন প্রকল্পেও আদানিদের বিনিয়োগের (Invest) পরিকল্পনা ছিল। ফলে প্রশ্নের মুখে সেই বিনিয়োগ প্রস্তাবও।

 

 

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram