North24aparganas: বরাদ্দ মিললেও সংস্কার করা হয়নি পুকুর, পঞ্চায়েত প্রধানের নামে পড়ল পোস্টার | ABP Ananda LIVE
কেন্দ্রীয় সরকারের বরাদ্দ মিললেও সংস্কার করা হয়নি পুকুর। এই অভিযোগ তুলে এবার উত্তর ২৪ পরগনার পাতুলিয়ায় পঞ্চায়েত প্রধানের নামে পোস্টার পড়ল। যা নিয়ে তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিজেপি। প্রকল্পের বোর্ড থাকলেও টাকা দেয়নি কেন্দ্রীয় সরকার। পাল্টা দাবি করেছে তৃণমূল।