Onion Price Hike : লঙ্কা টমাটোর পর চড়ছে পেঁয়াজের দাম, লাগামছাড়া দামে নাজেহাল ক্রেতারা
Continues below advertisement
Onion Price Hike : এবার লঙ্কা টমাটোর পর চড়ছে পেঁয়াজের দাম। কলকাতার বাজারে ৪০-৫০ টাকা কিলো দরে বিকোচ্ছে পেঁয়াজ। ব্যবসায়ীদের দাবি, এবার জোগান কম থাকায় বাজারে তার প্রভাব পড়েছে। লাগামছাড়া দামে নাজেহাল ক্রেতারা।
Continues below advertisement