Election result 2023: 'প্রধানমন্ত্রী সবার হৃদয়ে আছে, তাই এই জয় এসেছে...', কী মন্তব্য শিবরাজ সিংহ চৌহানের ?
Continues below advertisement
ABP Ananda LIVE: ৪ রাজ্য়ের মধ্য়ে ৩ রাজ্য়েই সিংহাসনের পথে বিজেপি। মোদি-ঝড়ে ৩ রাজ্য়ে দাঁড়াতেই পারল না কংগ্রেস। ১৬ বছর পরও ফের মধ্য়প্রদেশের (Madhya Pradesh Election Result 2023) পছন্দ বিজেপি। কমলনাথের রাজ্য়ে ফের ফুটল বিজেপির 'কমল'। এই ফলে জয়ের হাসি বিদায়ী মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহানের (Shivraj Singh Chouhan০ মুখে। আগামী দিনে বাংলা সহ সব রাজ্যেই বিজেপি ক্ষমতায় আসবে বলে আশাবাদী তিনি।
Continues below advertisement
Tags :
Election Result 2023 Assembly Elections 2023 Results Assembly Election Result Live Assembly Elections Final Results 2023