ABP News

Kasba Agitation: সিএনজি পাম্পে সমস্যা, কসবা পরিবহণ ভবনের সামনে বিক্ষোভ সিটু অনুমোদিত অ্যাপ ক্যাব সংগঠনের

Continues below advertisement

ABP Ananda LIVE: সিএনজি পাম্পে গ্যাস ভরতে গিয়ে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে অ্যাপক্যাব চালকদের। অভিযোগ, ঘণ্টার পর ঘণ্টা লাইন দিয়ে চালকদের গ্যাস ভরাতে হচ্ছে। কসবা থেকে বেহালা সিএনজি ভরা নিয়ে প্রায়ই অশান্তি চলছে সিএনজি পাম্পগুলিতে। গাড়ির সংখ্যা বাড়লেও সিএনজি পাম্প অপ্রতুল। এই অভিযোগ তুলে কসবা পরিবহণ ভবনের সামনে বিক্ষোভ দেখাল সিটু অনুমোদিত অ্যাপ ক্যাব সংগঠন। তাদের দাবি, প্রতিদিন রাজ্যের পরিবহণ দফতর সিএনজি চালিত গাড়ির পারমিট দিচ্ছে, অথচ গ্যাসের নিয়মিত সরবরাহের কোনও ব্যবস্থা করছে না। রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর দাবি, বেঙ্গল গ্যাসের তরফে গ্যাস সরবরাহে ঘাটতি থাকায় সমস্যা হচ্ছে। দ্রুত এই সমস্যা মিটে যাবে। পাম্পের সংখ্যা আরও বাড়ানো হবে।

 

রাজ্যের সমস্ত কলেজে ভর্তিতে অবশেষে অভিন্ন পোর্টাল। একটি পোর্টালেই আবেদন করে এবার রাজ্যের কলেজে ছাত্র-ছাত্রীরা ভর্তি হতে পারবেন। অনলাইনে ২০টিরও বেশি কলেজে করা যাবে ভর্তির আবেদন । কেন্দ্রীয়ভাবে প্রকাশিত হবে কলেজ ভিত্তিক মেরিট লিস্ট। মঙ্গলবার কলেজে ভর্তির নতুন বিধি ঘোষণা করতে পারে রাজ্য সরকার, এমনই খবর সূত্রের।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram