Dakshineswar Kali Pujo 2023: দক্ষিণেশ্বর মন্দিরে ভবতারিণী মায়ের পুজোর আয়োজন তুঙ্গে। ABP Ananda Live
Continues below advertisement
Kali Pujo 2023: দক্ষিণেশ্বর মন্দিরে ভবতারিণী ( Bhavatarini) মায়ের পুজোর আয়োজন। ভোর সাড়ে ৫টায় মন্দির খোলার পর বিশেষ আরতি হয়। এরপর মা ভবতারিণীর পুজো। তারপর ধূপ আরতি। আজ সন্ধ্যারতি ও বিশেষ পুজোরও আয়োজন করা হয়েছে। ১৮৫৫ সালে রানি রাসমণি দক্ষিণেশ্বর (Dakshineswar Kali Pujo) মন্দির প্রতিষ্ঠা করেন। তারপর থেকে রামকৃষ্ণদেবের সাধনস্থলে পরিণত হয় এই মন্দির। রামকৃষ্ণের সাধক সত্ত্বা এখানে পরিপূর্ণতা লাভ করে। ABP Ananda Live
Continues below advertisement
Tags :
Festival Kali Puja Religion Dakshineswar Kali Puja 2023 Kali Puja Celebration Kali Pujo 2023 Deepavali 2023