NEET Exam: 'নিট-এর একদিন আগে প্রশ্নপত্রের সঙ্গে উত্তর মিলেছিল', অখিলেশের চাঞ্চল্যকর স্বীকারোক্তি | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: নিটকাণ্ডে নতুন তথ্য, ধৃত অভিযুক্ত অখিলেশ কুমারের চাঞ্চল্যকর স্বীকারোক্তি । নিট-এর একদিন আগে প্রশ্নপত্রের সঙ্গে উত্তর মিলেছিল, দাবি অখিলেশের । গোটা বিষয়টি ৪০ লক্ষ টাকায় রফা হয়েছিল বলে দাবি ধৃত অখিলেশের । নিটে উত্তীর্ণ হলে ওই টাকা দিতে হবে বলে জানিয়েছিল সিকন্দর, দাবি অখিলেশের । কোটায় থেকে ছেলে নিট-এর প্রস্তুতি নিচ্ছিল বলে জানিয়েছেন অখিলেশ

নিয়োগ দুর্নীতিতে (Recruitment Scam) কি শিক্ষক ও অশিক্ষক কর্মীদের যোগ রয়েছে? রাজ্য় জুড়ে নিয়োগ দুর্নীতিতে কি শিক্ষকদেরও র‍্যাকেট চলত? অযোগ্য় চাকরিপ্রার্থীদের সিবিআই জিজ্ঞাসাবাদে উঠে এল শিক্ষক ও অশিক্ষক কর্মীদের নাম।

কেন্দ্রীয় এজেন্সি সূত্রে খবর, অযোগ্য় চাকরিপ্রার্থীদের জিজ্ঞাসাবাদ করে ৩৭ জনের নাম পাওয়া গেছে। এর মধ্য়ে রয়েছে বিভিন্ন সকুলে কর্মরত ১১ জন শিক্ষক ও ২ জন অশিক্ষক কর্মীর নাম। অযোগ্য়দের বেআইনিভাবে চাকরি পাইয়ে দেওয়ায় কি ভূমিকা ছিল শিক্ষক ও অশিক্ষক কর্মীদের? সরাসরি টাকার লেনদেনেও যুক্ত ছিলেন তাঁরা? জানতে চাইছেন কেন্দ্রীয় তদন্তকারীরা। সিবিআই সূত্রের খবর, সোমবার থেকে শিক্ষক, অশিক্ষক কর্মী সহ ৩৭ জনকে তলব করা হবে।  

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola