Paschim Medinipur: জাতীয় সড়কে চিকিৎসককে পিষে দিল বেপরোয়া লরি | ABP Ananda

Continues below advertisement

1.'কোম্পানি ভাল, প্রোডাক্ট ভাল, আমাদের জিনিস ভাল, ফেরিওয়ালাগুলো যত গণ্ডগোলের , আমাদের নেতাদের চরিত্রের জন্য় আজকে দলের এই দশা' জলপাইগুড়ি (Jalpaiguri) তৃণমূলের এসসিএসটি ওবিসি সেলের জেলা সভাপতি কৃষ্ণ দাসের (Krishna Das) মন্তব্য় ঘিরে বিতর্ক ।

2.আমাদের দেশের স্বাধীনতার মূল স্থপতি ছিলেন নেতাজি (Netaji)। কিন্তু পরবর্তী কোনও সরকারই তাঁকে যথাযোগ্য মর্যাদা দেয়নি। তাঁকে ব্যবহার করেছে। বিজেপি (BJP) সরকার এবং প্রধানমন্ত্রী সেই মর্যাদা, সম্মান দিচ্ছেন, দেশের মানুষও সেটা দেখছে। নেতাজির জন্মদিবসের অনুষ্ঠানে একই সুরে দাবি দিলীপ ঘোষ (Dilip Ghosh), শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)।

3.চিকিৎসককে (Doctor) পিষে দিল বেপরোয়া লরি চালক (Run Over)।  পশ্চিম মেদিনীপুরের (Paschim Medinipore) ৬০ নম্বর জাতীয় সড়কে উকুনমারির কাছে ঘটনা। খড়গপুর থেকে গাড়িতে দিঘা (Digha) যাচ্ছিলেন চিকিৎসক দম্পতি সহ পাঁচ জন। জাতীয় সড়কে লরিটি গাড়িকে ওভারটেক করতে গেলে চালকের সঙ্গে বচসা হয় চিকিৎসকের। লরি চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে বাধা দিতে রাস্তায় দাঁড়িয়ে পড়েন চিকিৎসক গৌতম মুখোপাধ্য়ায়। তখনই তাঁকে পিষে দিয়ে চলে যায় লরিটি। আহত গাড়ির আরও ২ যাত্রী। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram