Adeno Virus : অ্যাডিনোয় কেন এত শিশু মৃত্যু? কারণ খুঁজতে 'ডেথ অডিট' করার সিদ্ধান্ত রাজ্য সরকারের
Continues below advertisement
উদ্বেগ বাড়িয়ে শ্বাসকষ্টজনিত অসুখ, অ্যাডিনো ভাইরাসে (Adeno Virus) বাড়ছে শিশু মৃত্যু (Child Death)। বেসরকারি মতে, চলতি বছরে এখনও পর্যন্ত ১৪৮জন শিশুর মৃত্যু। সরকারি মতে ১৯ জনের মৃত্যু, ১২ হাজার ৩৪৩জন হাসপাতালে ভর্তি। এই পরিস্থিতিতে এবার শিশু মৃত্যুর কারণ খুঁজতে 'ডেথ অডিট' করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।
Continues below advertisement