Bratya Basu: 'রাজ্যপালকে আচার্য চাই না, মুখ্যমন্ত্রীকে আচার্য চাই' কড়া মন্তব্য শিক্ষামন্ত্রীর
Bratya Basu: রাজ্য-রাজ্যপাল সঙ্ঘাত এবার তুঙ্গে , রাজ্যপালকে আচার্য হিসেবে চায় না সরকার, চায় মুখ্যমন্ত্রীকে (Mamata Banerjee)। সিভি আনন্দ বোস নিয়ে 'মোহভঙ্গ' সরকারের। 'রাজ্যপালকে (Governor) আচার্য চাই না, মুখ্যমন্ত্রীকে আচার্য চাই'। 'নৈতিক অর্থে আমাদের কাছে আচার্য মুখ্যমন্ত্রী'। 'অবিলম্বে বিলে সই করুন, না হলে ফেরত পাঠান'। 'আবার বিধানসভায় বিল পাস করব', রাজ্যপালের উদ্দেশ্যে কড়া মন্তব্য শিক্ষামন্ত্রীর। 'শ্বেতহস্তীর মতো দাপিয়ে বেড়াচ্ছেন,মুখ্যমন্ত্রীকে না জানিয়ে উপাচার্য ঠিক করছেন'। 'যেখানে সেখানে চলে যাচ্ছেন, অনুদান দিচ্ছেন'। রাজ্যপালকে নিয়ে কড়া মন্তব্য শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। রাজ্যপালকে চিঠি পাঠাল সরকার। 'যা করছেন, না জানিয়ে কেন করছেন? একসঙ্গে চলুন' । মুখ্যমন্ত্রীর মর্যাদা খেয়াল রাখুন, উপাচার্যদের আর্জি শিক্ষামন্ত্রীর