Farzan Ahmed: মেধাবী ছেলের আকস্মিক মৃত্যু অন্ধকারে ঠেলে দিয়েছে ফয়জান আহমেদের মাকে | ABP Ananda LIVE
Continues below advertisement
অসম বোর্ডের দশম শ্রেণির পরীক্ষায় অঙ্ক-সহ ৪টি বিষয়ে ১০০-তে ১০০। আইআইটির সর্বভারতীয় প্রবেশিকায় একাদশতম স্থান। তারপর খড়গপুর আইআইটিকে উচ্চশিক্ষার জন্য বেছে নেওয়া! ফয়জান আহমেদকে ঘিরে স্বপ্নের জাল বুনছিলেন তাঁর মা। কিন্তু, মেধাবী ছেলের আকস্মিক মৃত্যু নিদারুণ বেদনার অন্ধকারে ঠেলে দিয়েছে তাঁকে !
Continues below advertisement