RG Kar Student Death: খুনের জায়গায় তথ্যপ্রমাণ লোপাটের আশঙ্কা প্রকাশ সুপ্রিম কোর্টের। ABP Ananda Live

Continues below advertisement

ABP Ananda Live: আর জি কর-কাণ্ডের তদন্তে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, অপরাধের জায়গা আগের মতো নেই। তার চরিত্র বদলে গেছে।
সুপ্রিম কোর্টে চাঞ্চল্যকর এই অভিযোগ করলেন সিবিআইয়ের আইনজীবী। খুনের জায়গায় তথ্যপ্রমাণ লোপাট করার আশঙ্কা প্রকাশ করল সুপ্রিম কোর্টও। 

ঘটনার তথ্যপ্রমাণ সংরক্ষণে অনেক দেরি করা হয়েছে।  খুনের জায়গায় তথ্যপ্রমাণ লোপাট করার আশঙ্কা থেকেই যাচ্ছে। আর জি কর মেডিক্য়াল কলেজে চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনায় এমনই মন্তব্য করল সুপ্রিম কোর্ট। সরকারি মেডিক্য়াল কলেজে কর্মরত মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুন....ঘটনায় শুরু থেকেই সরকার, হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রশ্ন উঠেছে তদন্ত চলাকালীন, সেমিনার রুমের পাশের দেওয়াল ভাঙার অনুমতি কে দিল এবং তা কেন ভাঙা হল, ভাঙার ফলে তথ্য় প্রমাণ গায়েব হয়েছে কি না, তা নিয়েও। এরই মধ্যে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে সিবিআইয়ের আইনজীবী চাঞ্চল্যকর অভিযোগ করে বলেন...তদন্তে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, অপরাধের জায়গা আগের মতো নেই। তার চরিত্রবদল হয়ে গেছে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram