Ashish Roy Book Release : প্রকাশিত হল ধারাভাষ্য়কার আশিস রায়ের বিশ্বকাপ নিয়ে লেখা বইয়ের তৃতীয় এডিশন
ABP Ananda Live : ক্রিকেট বিশ্বকাপ নিয়ে উন্মাদনার মধ্য়েই, প্রকাশিত হল ধারাভাষ্য়কার আশিস রায়ের বিশ্বকাপ নিয়ে লেখা বইয়ের তৃতীয় এডিশন। ভারতের জোড়া বিশ্বকাপ জয় নিয়ে নানা অজানা কাহিনির পাশাপাশি, ড্রেসিং রুমের নানা গল্পও উঠে এসেছে দুই মলাটের মাঝে।