
Fake Voter: ভূতুড়ে ভোটার নিয়ে তৃণমূলনেত্রীর নির্দেশের পরেই বৈঠকে তৃণমূল নেতারা | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: ভূতুড়ে ভোটার নিয়ে তৃণমূলনেত্রীর নির্দেশের পরেই বৈঠকে তৃণমূল নেতারা । বারাসাত সাংগঠনিক জেলায় ভুয়ো ভোটার ধরতে বৈঠকে জ্যোতিপ্রিয়, কাকলি ঘোষ দস্তিদার, রথীন ঘোষ, তাপস চট্টোপাধ্যায় সহ ব্লক ও টাউন সভাপতিরা । শহরাঞ্চলে বাড়ি বাড়ি যাবে এজেন্টরা' । গ্রামে বাড়ি বাড়ি যাবেন পঞ্চায়েত সদস্যরা' । ঠিকানা, এপিক কার্ড ধরে তৈরি হবে ডেটাবেস, দেওয়া হবে বিডিওকে', সিদ্ধান্ত বৈঠকে । ৭ দিন অন্তর রিপোর্ট নেবেন বারাসাত সাংগঠনিক জেলা সভাপতি ও তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার
আর জি করকাণ্ডের CBI তদন্ত নিয়ে ক্ষুব্ধ চিকিৎসকের পরিবার
আর জি করকাণ্ডের CBI তদন্ত নিয়ে ক্ষুব্ধ চিকিৎসকের পরিবার। তদন্তকারী অফিসার সীমা পাহুজার বিরুদ্ধে লিখিত অভিযোগ অভয়ার পরিবারের। সীমা পাহুজা ও তাঁর টিমের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের আর্জি নিহত চিকিৎসকের পরিবারের। দিল্লি গিয়ে CBI অধিকর্তার কাছে লিখিত অভিযোগ। চিঠিতে ফের পুঙ্খানুপুঙ্খ তদন্তের দাবি নিহত চিকিৎসকের পরিবারের। শিয়ালদা আদালতও মনে করেছে তদন্তে খামতি আছে। সেই রায়ের প্রসঙ্গ উল্লেখ করা হয়েছে CBI-এর কাছে দেওয়া চিঠিতে।
কুলটিতে ইসিএলের ১, ২ নম্বর কোলিয়ারিতে চাকরির তালিকা ঘিরে তুলকালাম। একপক্ষের তালিকা মানতে নারাজ আরেক পক্ষ। বেসরকারি সংস্থার হাতে কয়লা উত্তোলনের বরাত। স্থানীয়দের কাদের চাকরি? ২ গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ।