Murshidabad: তৃণমূলের অঞ্চল সভাপতিকে পিটিয়ে ও গুলি করে খুনের অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে
মনোনয়ন পর্বের প্রথম দিনের পর, শেষ দিনেও খুন মুর্শিদাবাদে। নবগ্রামে তৃণমূলের অঞ্চল সভাপতিকে পিটিয়ে ও গুলি করে খুনের অভিযোগ উঠল কংগ্রেসের বিরুদ্ধে। হজবিবিডাঙার তৃণমূলের অঞ্চল সভাপতি মোজাম্মেল শেখ, রাতে বাড়ি ফিরছিলেন। অভিযোগ, তখন কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা তাঁকে প্রথমে বাঁশ-লাঠি দিয়ে বেধড়ক মারধর করে। পরে গুলি করে খুন করা হয়। মারধর করা হয় নিহত তৃণমূল নেতার সঙ্গে থাকা, পঞ্চায়েতের এক প্রার্থী-সহ তিনজন তৃণমূল কর্মীকে। তাঁদের দেখতে হাসপাতালে যান নবগ্রামের তৃণমূল বিধায়ক কানাই মণ্ডল। অন্যদিকে হামলার অভিযোগ অস্বীকার করেছে কংগ্রেস। তাদের পাল্টা দাবি, ওই হজবিবিডাঙায় কংগ্রেস প্রার্থী রমজান শেখের বাবা, মেহেরুল্লাহ শেখকে বেধড়ক মারধর করেছে তৃণমূল। তাঁকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে খবর, প্রথমে কংগ্রেসের উপর হামলা চালায় তৃণমূল। এরপরই পাল্টা হামলা চালায় কংগ্রেস। মৃত্যু হয় তৃণমূলের অঞ্চল সভাপতির।