Tala Bridge: প্রতীক্ষার অবসান, বৃহস্পতিবার খুলে যাচ্ছে টালা ব্রিজ। আড়াই বছর পর বৃহস্পতিবার বিকেল ৪.৩০ উদ্বোধন টালা ব্রিজের। Bangla News

Continues below advertisement

প্রতীক্ষার অবসান, বৃহস্পতিবার খুলে যাচ্ছে টালা ব্রিজ। আড়াই বছর পর বৃহস্পতিবার বিকেল ৪.৩০ উদ্বোধন টালা ব্রিজের। ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে বন্ধ হয়ে যায় টালা ব্রিজ। বৃহস্পতিবার নতুন ব্রিজ উদ্বোধন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়
পুজোর আগে ব্রিজ খোলায় কমবে যানজটের ভোগান্তি। উদ্বোধনের পর কিছুদিন চলবে শুধু ছোট গাড়ি। বন্ধ থাকবে বড় গাড়ি চলাচল, পরে চালু হবে বড় গাড়ি চলাচল। খড়গপুর আইআইটি থেকে ক্লিয়ারেন্স পাওয়ার পর উদ্বোধন হচ্ছে টালা ব্রিজের। প্রশাসন সূত্রে খবর, ৪ লেনের নতুন সেতুটি ৮০০ মিটার লম্বা। তৈরি করতে খরচ হয়েছে ৪৬৮ কোটি টাক

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram