Jhalda: ঝালদায় তৃণমূল যেভাবে কংগ্রেসে ভাঙন ধরিয়েছে, তাতে ফের একবার প্রশ্নের মুখে পড়েছে বিরোধী জোট
ঝালদায় তৃণমূল যেভাবে কংগ্রেসে ভাঙন ধরিয়েছে, তাতে ফের একবার প্রশ্নের মুখে পড়েছে বিরোধী জোট। একদিকে INDIA জোটে কংগ্রেসের পাশে থাকার বার্তা দিচ্ছে তৃণমূল। অন্য়দিকে, এরাজ্য়ে দল ভাঙিয়ে, কংগ্রেসের হাতে থাকা পুরসভা ভাঙিয়ে নিচ্ছে তারা। এনিয়ে এরাজ্য়ে দুদলের চাপানউতোর চরমে উঠেছে। অন্য়দিকে, ঝালদার প্রসঙ্গ টেনে প্রদেশ নেতৃত্বকে বার্তা দিয়েছেন কৌস্তভ বাগচী।