Durga Puja 2022: হাজরা পার্ক দুর্গোৎসবের এবারের থিম ‘তাণ্ডব’
ইউক্রেনের যুদ্ধ হোক বা অ্যামাজনের আগুন। দেহে করোনার থাবা হোক অথবা মানুষের মনের দ্বন্দ্ব। তাণ্ডব চলছে বিশ্বজুড়ে। এই ভাবনা থেকেই হাজরা পার্ক দুর্গোৎসবের এবারের থিম ‘তাণ্ডব’। তাণ্ডবলীলায় ধ্বংসের পরের সৃষ্টির কথাও থাকবে মণ্ডপসজ্জায়।
Tags :
Bangla News Bangla News Live Bengali News ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda Durga Puja 2022 ABP Ananda Bengali News Hazra Park