Primary TET: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের প্রাথমিক শিক্ষা পর্ষদের দফতর ঘেরাও অভিযান ঘিরে উত্তেজনা
Saltlake: সল্টলেকে ২০২২-এর টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের প্রাথমিক শিক্ষা পর্ষদের দফতর ঘেরাও অভিযান ঘিরে টানটান উত্তেজনা। অভিযান ঠেকাতে তৎপর বিধাননগর কমিশনারেটের পুলিশ। সেক্টর ফাইভ, করুণাময়ী ও সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশনেও কড়া পুলিশি পাহারা। সল্টলেকে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসের সামনে ১৪৪ ধারা জারি করা হয়েছে। চাকরিপ্রার্থীদের দাবি, ২০২২-এর টেটের ফল চলতি বছরের ফেব্রুয়ারি মাসে প্রকাশিত হয়। কিন্তু ইন্টারভিউ হয়নি। ফলে নিয়োগও আটকে রয়েছে। দ্রুত নিয়োগ প্রক্রিয়া শেষ করার দাবিতে এদিন প্রাথমিক শিক্ষা পর্ষদের দফতর ঘেরাও অভিযানের ডাক দিয়েছেন চাকরিপ্রার্থীরা।