Kunal Ghosh: লক্ষ কণ্ঠে গীতা পাঠের জন্য ব্রিগেড ভাড়া নেওয়ার দরকার ছিল না: কুণাল ঘোষ। ABP Ananda Live
West Bengal News: ব্রিগেডে (Brigade) শঙ্খধ্বনির সঙ্গে লক্ষ কণ্ঠে গীতা পাঠ (Geetapath), পড়া হল গীতার ৫টি অধ্যায়। সকালে হয় কলস স্থাপন, হরিনাম সঙ্কীর্তন। ব্রিগেডে আশীর্বচন দ্বারকার শঙ্করাচার্য সদানন্দ সরস্বতীর। হাজির ছিলেন পুরীর জগন্নাথ মন্দিরের (Jagannath Tample) দ্বৈতাপতি। ব্রিগেডে তৈরি দুটি ভাগে তৈরি বিশাল মঞ্চে হল গীতা পাঠ। লক্ষ কণ্ঠে গীতাপাঠের জন্য ব্রিগেডকে ২০টি ব্লকে ভাগ করা হয়েছিল। প্রশংসনীয় উদ্যোগ, লক্ষ কণ্ঠে গীতা পাঠ শুরুর আগে লিখিত বার্তা প্রধানমন্ত্রীর। ABP Ananda Live
Tags :
BJP Suvendu Adhikari Gita Path Live Bhagavad Gita Recitation In Kolkata Brigade On Lakh People Hindu Spiritual Leaders Message From PM Narendra Modi