Rashid Khan Demise: উস্তাদ রাশিদ খান ছিল বটে কিন্তু ওঁকে কখনও উস্তাদের মতো পেতাম না: হৈমন্তী শুক্লা। ABP Ananda Live

Continues below advertisement

Ustad Rashid Khan Demise: হৈমন্তী শুক্লা (Haimanti Sukla), 'উস্তাদ রাশিদ (Rashid Khan) খান ছিল বটে কিন্তু ওঁকে কখনও উস্তাদের মতো পেতাম না। ও আমার ছোট ভাইয়ের মতো ছিল। প্রত্যেক বছর ভাইফোঁটা দিতাম। আমার বাড়িতে যাতায়াত করত। সে অনেক স্মৃতি। এখন সেগুলি বলার মতো মনের অবস্থা নেই। ও এতবড় উস্তাদ শিল্পী ছিল কিন্তু সব শিল্পীদের ভীষণ ভালবাসত। গাড়িতে একসঙ্গে কোথাও গেলে আমরা গান গাইতে গাইতে যেতাম। শুধু দিদি বলে ডাকা নয়, আমাকে ভীষণ সম্মান করত। বড্ড ভাল মানুষ ছিল। বড্ড ভাল স্বভাব ছিল ওর। আমরা যে কী হারালাম! আমি শুধু এটাই বলব যে ঈশ্বর ওঁকে কোলে করে নিয়েছেন, যেন ওঁকে ভাল রাখেন সুস্থ রাখেন।' বলতে বলতে কেঁদে ফেলেন গায়িকা। ABP Ananda Live

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram