Co-Operative Scam: এই তদন্ত সারদাকাণ্ডের মতো হতে দেওয়া যাবে না : বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়
Continues below advertisement
Abhijit Gangopadhyay: দোষীরা যে কোনও কাউকে কিনতে পারে। এই তদন্ত সারদাকাণ্ডের মতো হতে দেওয়া যাবে না। আলিপুরদুয়ারের সমবায় দুর্নীতি মামলার শুনানিতে CBI-এর আইনজীবীকে এভাবেই সতর্ক করতে দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। এদিকে, তাঁর দেওয়া সিবিআই-ইডি তদন্তের নির্দেশ বহাল রেখেছে ডিভিশন বে়ঞ্চও।
Continues below advertisement