Mohammed Shami: বধূ নির্যাতন মামলায় এই প্রথম আদালতে হাজিরা ক্রিকেটার মহম্মদ সামির | ABP Ananda LIVE
Mohammed Shami: বধূ নির্যাতন মামলায় এই প্রথম আদালতে হাজিরা ক্রিকেটার মহম্মদ সামির। আলিপুর পুলিশ কোর্টে হাজিরা দিলেন সামি। আদালতে জামিনের আবেদন সামির। এই মামলায় আগেই চার্জশিট দিয়েছে কলকাতা পুলিশ । ৩০ দিনের মধ্যে সামিকে হাজিরার নির্দেশ দেয় আদালত। হাসিন জাহানের আইনজীবীদের সওয়াল, শুনানি চলাকালীন উপস্থিত হতে বলা হয়েছে, তবু, সামি আসেননি কেন? 'সামি আদালতে হাজিরা দিয়েছেন'। উনি আমার হেফাজতে আছেন, জানিয়েছেন বিচারক। সামির জামিনের আবেদনের অর্ডার রিজার্ভ রাখা হয়েছে