Rahul Gandhi: 'দেশে বিজেপির ঘৃণা-হিংসার রাজনীতির বিকল্প বিচারধারা তৈরি করেছে এই যাত্রা', বিহারে পৌঁছে মন্তব্য রাহুলের
Continues below advertisement
আজ চোপড়া থেকে শুরু করে কিষাণগঞ্জ হয়ে বিহারে ঢুকলো রাহুল গাঁধীর ন্যায় যাত্রা। এদিন তিনি বলেন, 'ঘৃণার বাজারে আমরা ভালোবাসার দোকান খুলছি। দেশে বিজেপির ঘৃণা-হিংসার রাজনীতির বিকল্প বিচারধারা তৈরি করেছে এই যাত্রা। একদিকে বিজেপি ঘৃণার কথা বলে, আর আমরা ভালোবাসার কথা বলি। মণিপুর জ্বলছে, অথচ প্রধানমন্ত্রীর সেখানে যাওয়ার সময় হল না'
'মোদি সরকার ২-৩ জন শিল্পপতিকে দেশের সম্পদ দিয়ে দিচ্ছে'।
Continues below advertisement