Saigal Hossain: গরুপাচার মামলায় এবার অনুব্রত মণ্ডল ও সায়গল হোসেনের ভূমিকা নিয়ে ময়দানে নামল ইডি। Bangla News
Continues below advertisement
গরুপাচার মামলায় এবার অনুব্রত মণ্ডল ও সায়গল হোসেনের ভূমিকা নিয়ে ময়দানে নামল ইডি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে খবর, অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনকে নিজেদের হেফাজতে নিতে দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে আবেদনও জানানো হয়েছে। বর্তমানে আসানসোল জেলে রয়েছেন সায়গল। তাঁকে দিল্লিতে নিয়ে গিয়ে জেরা করতে চায় ইডি। সূত্রের খবর, ইতিমধ্যেই গরুপাচারে অনুব্রত ও সায়গল হোসেনের ভূমিকা নিয়ে সিবিআইয়ের কাছ তথ্য সংগ্রহ করেছে ইডি। সায়গলকে জেরা করে তারা জানতে চায়, গরুপাচারের কোটি কোটি টাকা কোথায় গেল? কোথায় কত বেনামি সম্পত্তি রয়েছে, গরুপাচারের টাকাতেই সেই সমস্ত সম্পত্তি কেনা হয়েছিল, তাও জানতে চান ইডি-র আধিকারিকরা। ইডি সূত্রে খবর, প্রয়োজনে তারা অনুব্রতকেও হেফাজতে নিতে চায়।
Continues below advertisement
Tags :
Sports Business Current Affairs Spirituality Entertainment ) Politics And Many More Here Only On ABP Ananda. ABP Ananda Maintains The Repute Of Being A People's Channel. Its Cutting-edge Formats State-of-the-art Newsrooms Commands The Attention Of Million Of Bengalis Weekly. Download ABP App For Apple: Https://itunes.apple.com/in/app/abp-l... Download ABP App For Android: Https://play.google.com/store/apps/de... Social Media Handles: Facebook: Https://www.facebook.com/abpananda Twitter: Https://twitter.com/abpanandatv Google+: Https://plus.google.com/+abpananda