Recruitment Scam: এবার প্রাথমিকে দুর্নীতি মামলায় সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিল সিবিআই | ABP ANANDA LIVE

ABP ANANDA LIVE: আরও বিপাকে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এবার প্রাথমিকে দুর্নীতি মামলায় সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিল সিবিআই। চার্জশিটে নাম রয়েছে পার্থ চট্টোপাধ্যায়, তাঁর ঘনিষ্ঠ ব্যবসায়ী সন্তু গঙ্গোপাধ্যায় ও অয়ন শীলের।

আরও খবর..

অসম STF-এর অভিযানে গ্রেফতার হল আরও এক জঙ্গি! অসমের ধুবড়ির থেকেই শাহিনুর ইসলাম নামে ওই জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে ২ টি বই। অপারেশন প্রঘাতে, এই নিয়ে, অসম STF-এর জালে ধরা পড়ল আনসারুল্লা বাংলা টিমের ১১ জঙ্গি। 

জলঙ্গি, রানিনগর থেকে ভগবানগোলা-- মুর্শিদাবাদে ভারত-বাংলাদেশ সীমান্তের অনেক জায়গাতেই নেই কোনও কাঁটাতারের বেড়া। গোয়েন্দা সূত্রে খবর, বর্তমান পরিস্থিতিতে এই এলাকা দিয়ে অনেক অনুপ্রবেশ ঘটেছে ভারতে। আর এখানেই আশঙ্কা, এদের মধ্যে জঙ্গিরাও এদেশে ঢুকে পড়েনি তো? এখনও পর্যন্ত আনসারুল্লা বাংলা টিমের একাধিক ধৃত জঙ্গির মুর্শিদাবাদ কানেকশন বেরনোয় উঠছে প্রশ্ন।  

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola