Kalyani AIIMS: এবার কল্যাণী এইমসের নিয়োগ দুর্নীতির মামলায় তৎপর হল সিআইডি | ABP Ananda LIVE
এবার কল্যাণী এইমসের নিয়োগ দুর্নীতির মামলায় তৎপর হল সিআইডি। সোমবার ভবানীভবনে তলব করা হয় কল্যাণী এমসের এক্সিকিউটিভ ডিরেক্টরকে। যদিও, হাজিরার দেওয়ার জন্য আরও কয়েকদিন সময় চেয়েছেন তিনি।