Kolkata Crime: এবার পার্সেলের মোড়কে ক্যুরিয়ারের মাধ্যমে খাস কলকাতায় পোস্ট অফিসে পৌঁছল মাদক। Bangla News

এবার পার্সেলের মোড়কে ক্যুরিয়ারের মাধ্যমে খাস কলকাতায় পোস্ট অফিসে পৌঁছল মাদক। রেভ পার্টিতে পাচার করার পরিকল্পনা ছিল বলে অভিযোগ। তার আগেই কলকাতা পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার দুই মাদক পাচারকারী। উদ্ধার ৫৪ গ্রাম এলএসডি। যার বাজার মূল্য কয়েকলক্ষ টাকা। পুলিশ সূত্রে খবর, শহরের রেভ পার্টিতে সরবরাহের জন্য গোয়া থেকে ক্যুরিয়ারের মাধ্যমে আনা হয়েছিল নিষিদ্ধ মাদক। সন্দেহ এড়াতে পোস্ট অফিসে ডেলিভারি নেওয়া হয়। গতকাল পার্সেল নিয়ে পোস্ট অফিস থেকে বেরোতেই কলকাতা পুলিশের হাতে পাকড়াও দুই মাদক পাচারকারী ট্যাংরার বাসিন্দা ফৈয়াজ আলম ও এন্টালির বাসিন্দা মহম্মদ জুনেইদ। পুলিশ সূত্রে খবর, জুনেইদকে জেরা করে তার বাড়ি থেকে উদ্ধার হয় ১৫ গ্রাম নিষিদ্ধ মাদক এমডিএমএ। কোথায় পাচারের পরিকল্পনা ছিল, খতিয়ে দেখছে পুলিশ।

 

 

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola