Coal Scam: কয়লাকাণ্ডে এবার সিবিআইয়ের জালে ইসিএল কর্তা-কর্মীরা। Bangla News
কয়লাকাণ্ডে এবার সিবিআইয়ের জালে ইসিএল কর্তা-কর্মীরা। ৪ বর্তমান-প্রাক্তন জিএম, একজন ম্যানেজার, ২ কর্মী-সহ ৭জন গ্রেফতার। কয়লা মাফিয়ার সঙ্গে আঁতাতের অভিযোগ, গ্রেফতার ইসিএলের একের পর কর্তা। প্রতি মাসে গেস্ট হাউসে পৌঁছে যেত মোটা টাকা, দাবি সিবিআইয়ের।
মাল্য-চোকসি-নীরবের পর বিনয় মিশ্রকেও অর্থনৈতিক অপরাধী ঘোষণার পথে ইডি। কয়লাকাণ্ডে ২ অভিযুক্তর সাড়ে ২৩ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত। একাধিক মামলায় শুভেন্দুর রক্ষাকবচ। খারিজ চেয়ে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে যাচ্ছে রাজ্য। ইচ্ছেকৃতভাবে তদন্ত অসহযোগিতার অভিযোগ।
Tags :
ABP Ananda CBI ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Bangla News Bangla News Live Bengali News এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Coal Scam এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ এবিপি আনন্দ