Tiger News Update: এবার নতুন করে বাঘের আতঙ্ক তৈরি হল ঝাড়খণ্ড সীমানা লাগোয়া পুরুলিয়ায় | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: দিন দশেক আগেই ওড়িশা থেকে চলে আসা বাঘিনী ধরা পড়েছিল বাঁকুড়ার জঙ্গলে। আর সেই আতঙ্কের রেশ কাটতে না কাটতেই, এবার নতুন করে বাঘের আতঙ্ক তৈরি হল ঝাড়খণ্ড সীমানা লাগোয়া পুরুলিয়ায়। স্থানীয় সূত্রে দাবি, ঝাড়খণ্ডের চাণ্ডিল লাগোয়া জঙ্গলে একটি রয়্যাল বেঙ্গল টাইগার ঘোরাফেরা করছে। কিন্তু আতঙ্কে ঘুম ছুটেছে সীমানা লাগোয়া পুরুলিয়ার বাসিন্দাদের। যদিও পুরুলিয়ার DFO জানিয়েছেন, এখনও অবধি তাঁদের কাছে ঝাড়খণ্ডের তরফে কোনও সরকারি তথ্য নেই। তবে রুটিন অনুযায়ী পেট্রোলিং, মনিটরিং চলছে। অন্যদিকে বাঘের বারবার ডেরা বদল নিয়েই এখন তুঙ্গে বাংলার রাজনীতি। বিজেপি শাসিত ওড়িশা সরকারকে আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, 'তোমরা বাঘটাকে নিয়ে গিয়ে জলের মধ্য়ে ছেড়ে দিলে। জল পেরোতে কতক্ষণ? আবার একটা চলে এসেছে। এটা কী হচ্ছে? তোমাদের জায়গা না থাকলে, আমাদের টাইগার রিসার্ভ সেন্টার আছে। রেসকিউ সেন্টার আছে। আমাদের বড় বনাঞ্চল আছে। আমরা রেখে দিচ্ছি।' পাল্টা কটাক্ষ করে শুভেন্দু অধিকারী বলেছেন - আপনি চোখ দিয়ে দেখুন। আপনি এই ধরনের কথা বললে হাসে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola