Panchayet Election: এবার তৃণমূল বনাম তৃণমূল, মনোনয়নপত্র জমার দ্বিতীয় দিনে রক্ত ঝরল কোচবিহারে
TMC inner Clash :মুর্শিদাবাদের কংগ্রেস কর্মী খুনের পর ২৪ ঘণ্টাও কাটল না, মনোনয়নপত্র জমার দ্বিতীয় দিন, রক্ত ঝরল কোচবিহারে (Coochbehar)। এবার তৃণমূল বনাম তৃণমূল! (TMC) তৃণমূল প্রার্থীর ভাইকে গুলি করার অভিযোগ উঠল তৃণমূলেরই আরেক সম্ভাব্য প্রার্থীর বিরুদ্ধে। জখম হয়েছেন, ওকড়াবাড়ি হাজিরবাজারের তৃণমূল কর্মী লিপটন হক। ঘটনার কেন্দ্রে ওকরাবাড়ির ২৫৩ নম্বর বুথ। জখম তৃণমূল কর্মীর পরিবারের দাবি, এই বুথে ইতিমধ্য়েই তৃণমূলের হয়ে মনোনয়ন জমা দিয়েছেন লিপটনের দাদা। অভিযোগ, সেই আক্রোশে শনিবার সন্ধেয়, লিপটন যখন বাজারে যাচ্ছিলেন, তাঁকে লক্ষ্য করে ছাদ থেকে গুলি চালান ২৫৩ নম্বর বুথে তৃণমূলের আরেক দাবিদার রুহুল আমিন। পুলিশ গুলি চলেনি বললেও, হাসপাতাল সূত্রে খবর, লিপটনের ক্ষত গুলি জেরেই হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করছেন চিকিৎসকরা। ABP Ananda LIVE
Tags :
Panchayet Election Panchayet Election 2023 COOCHBEHAR /West Bengal #POLITICS West Bengal Panchayet Election Panchayet Polls