SSC News: এবার কংগ্রেস দফতরে চাকরিহারা শিক্ষকরা | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: এবার কংগ্রেস দফতরে চাকরিহারা শিক্ষকরা । প্রদেশ কংগ্রেস সভাপতির সঙ্গে কথা চাকরিহারা শিক্ষকদের
'মৃত্যু নিশ্চিত হওয়া পর্যন্ত দাঁড়িয়ে ছিল আততায়ীরা' । 'পরপর ২দিন ফোন গ্রামবাসীদের, ফোনই তোলেনি পুলিশ!' । মুর্শিদাবাদ দাঙ্গা নিয়ে বিস্ফোরক রিপোর্ট হাইকোর্ট নিযুক্ত অনুসন্ধান কমিটির: ANI । সামশেরগঞ্জে হরগোবিন্দ-চন্দন দাস খুনে অনুসন্ধান কমিটির রিপোর্ট: ANI
'দরজা ভেঙে বাড়িতে ঢুকে প্রথমে চন্দনের উপর হামলা'। তারপরেই হরগোবিন্দ দাসের উপর কুড়ুল দিয়ে হামলা' । 'মৃত্যু নিশ্চিত হওয়া পর্যন্ত বাড়িতেই দাঁড়িয়ে ছিল আততায়ীরা' । মুর্শিদাবাদ নিয়ে হাইকোর্টে এমনই রিপোর্ট অনুসন্ধান কমিটির: ANI
আরও খবর...
কলকাতা ও মুর্শিদাবাদের ৩ জায়গা থেকে অস্ত্র সহ ৪ দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। এত অস্ত্র ও গুলি কী উদ্দেশ্যে,
কোথা থেকে কোথায় পাচার করা হচ্ছিল, খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তদন্তকারীরা।
সাঁতরাগাছি রেল ইয়ার্ডে সিগন্যাল বিভ্রাটের জের, যাত্রী ভোগান্তি চলছেই। একাধিক দূরপাল্লার দেরিতে চলছে। ট্রেন বাতিলও করা হয়েছে। ঘণ্টার পর ঘণ্টা স্টেশনে অপেক্ষা করছেন যাত্রীরা। পরিষেবা কবে স্বাভাবিক হবে, তা নিয়ে সংশয়ে যাত্রীরা।