Alipurduar News:মালগাড়ির ধাক্কায় মৃত্যু হল তিনটি হাতির। ABP Ananda Live
Continues below advertisement
আলিপুরদুয়ারে বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে মর্মান্তিক দুর্ঘটনা। মালগাড়ির ধাক্কায় মৃত্যু হল তিনটি হাতির। এদের মধ্যে একটি হস্তি শাবকও রয়েছে। রেল সূত্রে খবর, আজ সকাল ৭টা ৪০-এ রাজাভাতখাওয়ার শিকারি গেটের কাছে রেললাইনের ওপর দিয়ে যাচ্ছিল হাতির দলটি। রেলের পার্সেল ভ্যান-সহ ইঞ্জিনটি হস্তি শাবকটিকে পিষে দেয়। ট্রেনের ধাক্কায় ট্র্যাকের দু’পাশে ছিটকে পড়ে দুটি পূর্ণবয়স্ক হাতি। ঘটনাস্থলেই তিনটি হাতির মৃত্যু হয়। বন দফতরের তরফে জানানো হয়েছে, মালগাড়ির ইঞ্জিন পরীক্ষা করে দেখা হবে দুই লোকো পাইলটের কোনও ত্রুটি ছিল কি না। খতিয়ে দেখা হবে, দুর্ঘটনার সময় মালগাড়ির গতি। এ নিয়ে রেলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
Continues below advertisement
Tags :
Elephant Bangla News ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda Live Tv Bengali ABP Ananda Bengali News Youtube ABP Ananda Youtube Bengal Politics Bengali Latest News - Bengali News ABP Ananda Youtube Channel Elephant News