Barrackpore News: ব্যারাকপুরের চিড়িয়ামোড়ে গুলিকাণ্ডে গ্রেফতার ৩ | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: ব্যারাকপুরের চিড়িয়ামোড়ে গুলিকাণ্ডে ৩ জনকে গ্রেফতার করল পুলিশ। সোদপুর থেকে গ্রেফতার করা হয়েছে ৩ দুষ্কৃতীকে। ৩ জনকেই ১২ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
নেতাজির সঙ্গে মুখ্যমন্ত্রীর তুলনা TMC বিধায়কের !
আজ নেতাজির জন্মদিন। সারাদেশ জুড়ে সাড়ম্বড়ে পালিত হচ্ছে উৎসব। এমনই এক দিনে নেতাজি জন্মজয়ন্তীতে সুভাষচন্দ্র বসুর সঙ্গে মুখ্যমন্ত্রীর তুলনা করলেন শাসকনেতা সৌমেন মহাপাত্র ! 'মুখ্যমন্ত্রীর যা গুণ রয়েছে, তাতে তিনি বিত্তশালী হতে পারতেন, কিন্তু হননি। নেতাজির মতো মুখ্যমন্ত্রীও জনগণের জন্য আত্মনিবেদন করেছেন', মহিষাদলের অনুষ্ঠানে মন্তব্য তৃণমূল বিধায়ক সৌমেন মহাপাত্রর।
কিনলেই মিলবে ডিসকাউন্ট। মিলবে উপরি গিফট। চুঁচুড়া মাঠে স্টল দিলেন রচনা বন্দ্যোপাধ্যায়। চুঁচুড়া বক্সিং গ্রাউন্ডে আজ থেকে শুরু হল চুঁচুড়া বিধানসভা উৎসব।সেই উৎসবে শাড়ি ও বিউটি প্রডাক্টের স্টল দিলেন রচনা।বললেন, 'যারা কিনবে তারাই ১০ শতাংশ ছাড় পাবেন।এছাড়াও বেশি কেনাকাটার উপর মিলবে আকর্ষণীয় ছাড়,শাড়ি ফ্রি দেওয়া হবে।'