JU Student Death : যাদবপুরকাণ্ডে গ্রেফতার আরও তিন, জালে দুজন প্রাক্তনী ও একজন বর্তমান পড়ুয়া
যাদবপুরকাণ্ডে গ্রেফতার আরও তিন। দুজন প্রাক্তনী ও একজন বর্তমান পড়ুয়া গ্রেফতার। ঘটনার সময় উপস্থিত ছিলেন, পরে হস্টেল ছাড়েন দুই প্রাক্তনী। মোট গ্রেফতার বেড়ে ১২
পড়ুয়া-মৃত্যু নিয়ে ঘটনার দিন ডিন অফ সটুডেন্টসকে ফোন, গ্রেফতার বর্তমান পডুয়া সত্যব্রত রায়। পুলিশের প্রশ্নের কী জবাব ? শেখাতে হস্টেল লাগোয়া খোলা মাঠেই ক্লাস ? পুলিশ সূত্রে খবর
কোথায় লেখানো হয়েছিল চিঠি ? কোথায় বিবস্ত্র করা হয় পড়ুয়াকে ? হস্টেলের ৬৮ ও ১০৪ রুমে ধৃত সপ্তক কামিল্যাকে নিয়ে গিয়ে পুনর্নির্মাণ পুলিশের।
অন্ধকার নামলেই রঙিন ক্যাম্পাস। ছাত্র-মৃত্যুর পরও অবাধে চলছে নেশার আসর। যাদবপুর মেন হস্টেলের ভিতরে যত্রতত্র ছড়িয়ে মদের বোতল। ধরা পড়ল এবিপি আনন্দর ক্যামেরায়
বৃহস্পতিবার শুভেনদুর গাড়ি লক্ষ্য করে কালো পতাকা, সংঘর্ষ। প্রাণনাশের উদ্দেশ্যে হামলার অভিযোগে এফআইআর দায়ের। শাসকে থাকাকালীন কীভাবে হামলা করতে হয় জানতেন, পাল্টা সুজন
বালিগঞ্জ সায়েন্স কলেজের হস্টেলে অত্যাচারের অভিযোগ। ৮ জুলাই রুজু মামলা, গতকাল পড়ুয়ার মোবাইলে আজ জবানবন্দি দেওয়ার বার্তা পুলিশের। অভিযুক্তদের শাস্তি চায় পরিবার।