Kuntal Ghosh: জোড়া ডায়েরির পর এবার ইডি-র নজরে কুন্তলের তিনটি পেনড্রাইভ, খবর সূত্রের
জোড়া ডায়েরির পর এবার ইডি-র (ED) নজরে কুন্তলের (Kuntal Ghosh) তিনটি পেনড্রাইভ (Pendrive), খবর সূত্রের। কুন্তলের (Kuntal Ghosh)ফ্ল্যাটের ড্রয়ার থেকে তিনটি পেনড্রাইভ তল্লাশির সময় পাওয়া যায়। তিনটি পেনড্রাইভ বাজেয়াপ্ত করে নিয়ে আসা হয়েছে ইডি দফতরে। পেনড্রাইভে লুকিয়ে রাখা হয়েছে কী তথ্য, খতিয়ে দেখছে ইডি। পেনড্রাইভের তথ্য প্রকাশ করতে প্রয়োজনে সাহায্য নেওয়া হবে বিশেষজ্ঞদের, খবর সূত্রের।