Tiger Fear: ফের গ্রামে বাঘের পায়ের ছাপ, আতঙ্ক ছড়াল পাথরপ্রতিমায়| Bangla News

সুন্দরবন (Sundarban) এলাকায় ফের বাঘের পায়ের ছাপ! তীব্র আতঙ্কে পাথরপ্রতিমার (Pathar Pratima) শ্রীপতিনগরের বাসিন্দারা। ঠাকুরাইন নদী পেরিয়ে রয়্যাল বেঙ্গল এসেছে বলে মনে করছেন তাঁরা। জঙ্গলে তল্লাশি চালানোর পর বনকর্মীদের দাবি, বাঘ এলেও ফের নদী পেরিয়ে ফিরে গিয়েছে জঙ্গলে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola