Tiger News Update: কেন বারবার জঙ্গল থেকে লোকালয়ে চলে আসছে বাঘ? কী বলছেন বিশেষজ্ঞরা | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: কুলতলিতে লোকালয়ে চলে এসেছে রয়্য়াল বেঙ্গল। অন্য়দিকে, পুরুলিয়ার ঝাড়খণ্ড সীমানা লাগোয়া এলাকায় দেখা গেছে, বাঘের পায়ের ছাপ। কিন্তু কেন বারবার জঙ্গল থেকে লোকালয়ে চলে আসছে বাঘ? দেখুন বিশেষজ্ঞরা কী বলছেন

বিএসএফ কাটাতার দেওয়ার সময় বাধা দেওয়ার অভিযোগ ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি

মালদায় ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফ কাটাতার দেওয়ার সময় বাধা দেওয়ার অভিযোগ ঘিরে ধুনধুমার পরিস্থিতি। কিন্তু প্রশ্ন হল, সীমান্তের সর্বত্র ফেন্সিং দেওয়া হলে বাংলাদেশের আপত্তি কী হতে পারে? বিশেষজ্ঞরা বলছেন, সীমান্তের সর্বত্র ফেন্সিং হয়ে গেলে জঙ্গি অনুপ্রবেশে সমস্য়া তৈরি হবে। গরু পাচারও আটকে যাবে! স্মাগলিং, জাল নোট ভারতে ঢোকানো বন্ধ হয়ে যাবে। তাহলে তো বাংলাদেশের সমস্য়া হবে। আর বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টাই তো সম্প্রতি প্রকাশ্য়ে গরুচোরদের পাশে দাঁড়িয়েছেন! আর ইউনূস সরকারের এই ভারত বিরোধী কার্যকলাপের মধ্য়েই, 
বাংলাদেশের ঝালকাঠিতে এক হিনদু যুবককে নৃশংসভাবে খুন করা হয়েছে। অভিযোগ হিনদু বলেই তাঁকে হত্য়া করা হয়েছে।

ভারত-বাংলাদেশ সীমান্তের কাঁটাতারবিহীন অঞ্চল নিয়ে, প্রায়ই উত্তপ্ত হয় রাজ্য় রাজনীতি। কেন ওই অংশে কাঁটাতার লাগানো যাচ্ছে না? এর জন্য় তৃণমূল সরকারকেই বারবারই দায়ী করেছে বিজেপি। পাল্টা অনুপ্রবেশের জন্য় BSF-কে কাঠগড়ায় তুলেছে তৃণমূল। এদিকে, যে অংশে কাঁটাতার নেই, সেখানে ক্রমেই বাড়ছে অনুপ্রবেশ, গরুপাচার। ২০২৩ সালে, সুপ্রিম কোর্টে একটি মামলায় কেন্দ্রীয় সরকারের তরফে বলা হয়েছিল, সীমান্তে কাঁটাতার, যেটা কিনা জাতীয় সুরক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়, সেখানে পশ্চিমবঙ্গ সরকার সাহায্য় করছে না। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram