Tiger News: বান্দোয়ান থেকে মানবাজারে এল বাঘিনী, টোপ-সহ খাঁচা পেতে বাগে আনার চেষ্টা চালাচ্ছে বনদফতর | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP ANANDA LIVE: ৫ দিন পর ডেরা বদলে বান্দোয়ান থেকে মানবাজারে এল বাঘিনী। টোপ-সহ খাঁচা পেতে রয়্যাল বেঙ্গল টাইগারকে বাগে আনার চেষ্টা চালাচ্ছে বনদফতর। তৈরি রাখা হয়েছে ঘুমপাড়ানি গুলিও। রেডিও কলারের সিগনাল অনুযায়ী নজর রাখা হচ্ছে বাঘিনীর গতিবিধির ওপর।

আরও খবর...

ঠান্ডাতেও কমছে না ডেঙ্গির উদ্বেগ। চলতি ডিসেম্বরে রাজ্যে নতুন করে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন দেড় হাজারের বেশি মানুষ। স্বাস্থ্যদফতর সূত্রে খবর, আক্রান্তরা বেশিরভাগই উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদ ও মালদার বাসিন্দা। ভরা শীতেও ভয় ধরাচ্ছে ডেঙ্গি। ঘরে ঘরে বাড়ছে মশাবাহিত রোগের প্রকোপ। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, ডিসেম্বরের তৃতীয় সপ্তাহের মধ্যে এরাজ্যে মোট ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৩১ হাজার পেরিয়ে গেছে, যা নিয়ে কপালে চিন্তার ভাঁজ পড়ছে চিকিৎসক থেকে স্বাস্থ্য আধিকারিকদের। 

১৮ দিনের মধ্যে নন্দীগ্রামে ২ জন তৃণমূল কর্মী খুন হওয়ার পরই বদল করা হল নন্দীগ্রাম থানার IC-কে।  IC অনুপম মণ্ডলকে পাঠানো হল DIB-তে। আপাতত নন্দীগ্রাম থানার দায়িত্ব দেওয়া হল পূর্ব মেদিনীপুরের ডিএসপি তুহিন বিশ্বাসকে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram