Tiger Panic: নতুন পন্থা বন দফতরের ! মাইকে বাঘিনীর গর্জন শুনিয়ে বাঘকে খাঁচাবন্দি করার চেষ্টা গোসাবায়। Bangla News

Continues below advertisement

গোসাবায় এখনও অধরা বাঘ। কোনও চেষ্টার খামতি রাখছে না বন দফতরের কর্মীরা। নতুন পন্থা অবলম্বন বন দফতরের। প্রথমে বন দফতরের কর্মী বাঘের আঘাতে জখম হন। জাল দিয়ে ঘেরা হয়। খাঁচা পাতা হয়। তারপরও অধরা বাঘ। এই অবস্থায়, হ্যান্ড মাইকের সাহায্য়ে মোবাইলে রেকর্ড করা বাঘিনীর গর্জনের শব্দ শুনিয়ে বাঘকে খাঁচাবন্দি করার চেষ্টা করছে বনদফতরের কর্মীরা।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram