Titagarh News: 'দল পাশে আছে', গ্রেফতারের পর দাবি অভিযুক্ত কাউন্সিলরের
ABP Ananda LIVE: টিটাগড় বিস্ফোরণকাণ্ডে ধৃত তৃণমূল কাউন্সিলরের পাশে দল? দল পাশে আছে, গ্রেফতারের পর দাবি অভিযুক্ত কাউন্সিলরের । ১৯ মে: টিটাগড়ে ফ্ল্যাটে বিস্ফোরণ, গ্রেফতার তৃণমূল কাউন্সিলর । তৃণমূল কাউন্সিলরের 'জবরদখল' করা ফ্ল্যাটে বিস্ফোরণ । ফ্ল্যাটে মজুত বোমা থেকেই বিস্ফোরণ, জানিয়ে দেয় পুলিশও ফ্ল্যাটে বিস্ফোরণ, গ্রেফতার, তাও এখনও স্বপদে কাউন্সিলর! । ৩ জুন পর্যন্ত পুলিশ হেফাজতে টিটাগড়ের ৪ নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর আরমান মণ্ডল
আরও খবর...
বরানগরে প্রোমোটিং বিবাদে তৃণমূল 'বনাম' তৃণমূল। কল রেকর্ডিং প্রকাশ্যে এনে অভিযোগ বিজেপি কাউন্সিলর সজল ঘোষের। 'এলাকায় প্রোমোটিং নিয়ে INTTUC নেতা ও যুব তৃণমূলকর্মীর বিবাদ। INTTUC নেতা ও যুব তৃণমূলকর্মী দু'জনই তোলাবাজ। কে কত ক্ষীর খাবে সেই নিয়ে INTTUC নেতা ও যুব তৃণমূলকর্মীর বিবাদ', ২ জনের কথোপকথনের অডিও প্রকাশ করে দাবি বিজেপি নেতা সজল ঘোষের। 'INTTUC নেতা শঙ্কর রাউতের সঙ্গে কথোপকথনের অডিও', কল রেকর্ডিংয়ের সত্যতা স্বীকার যুব তৃণমূলকর্মী রাহুল জানার। এলাকার লোকেদের ভয় দেখান INTTUC নেতা, অভিযোগ যুব তৃণমূলকর্মীর । মন্তব্যে নারাজ অভিযুক্ত INTTUC নেতা শঙ্কর রাউত