TMC 21st July: ঢাকের তালে নাচ, গানে মেতে উঠেছেন মতুয়ারা, নেতৃত্বে মমতাবালা
সকাল থেকেই শুরু একুশের মিছিল। পায়ে পায়ে ধর্মতলায় ভিড় জমাচ্ছেন তৃণমূল কর্মী, সমর্থকরা। শহরের বিভিন্ন জায়গার ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধিরা। শিয়ালদা স্টেশন চত্বরে উত্সবের ছবি। ঢাকের তালে নাচ, গানে মেতে উঠেছেন মতুয়ারা। পতাকা নিয়ে বিশাল মিছিল এগোচ্ছে ধর্মতলার দিকে। নেতৃত্বে তৃণমূলের প্রাক্তন সাংসদ মমতাবালা ঠাকুর।
Tags :
21 July Mamata Banerjee Speech Matua Community TMC 21 July TMC Shahid Diwas TMC Martyr Day TMC Shahid Diwas 2022 TMC Martyr Day 2022 TMC Shahid Diwas History TMC Shahid Diwas Significance TMC Martyr Day Theme TMC 21 July Preparation TMC 21st July